কোড়ামারা অটিস্টিক ও প্রতিবন্ধি বিদ্যালয় পরিদর্শন করলেন একাডেমিক সুপার ভাইজার মাসুদ রানা

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ যশোরের মণিরামপুর উপজেলার কোড়ামারা অটিস্টিক ও প্রতিবন্ধি বিদ্যালয় পরিদর্শন করলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মাসুদ রানা। জানা যায়, সমাজকল্যান মন্ত্রনালয়ের অধীন প্রতিবন্ধিতা সম্পর্কিত বিশেষ নীতিমালা ২০১৯ এর পরিপেক্ষিতে বিদ্যালয়ের পাঠদান, স্বীকৃতি/এমপিও ভুক্তির জন্য ১ জানুয়ারী থেকে ২০ জানুয়ারীর মধ্যে অত্র মন্ত্রালয়ে আবেদন করার ঘোষনা প্রদান করেন। এর পেক্ষিতে ঐ সকল প্রতিষ্ঠান পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করেন। এর মধ্যে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাসুদ রানা ১ জানুয়ারী সকালে কোড়ামারা প্রতিবন্ধি বিদ্যালয়ে পরিদর্শনে যান। এ সময় তিনি প্রতিবন্ধি ছাত্র/ছাত্রীদের এসেমবিলি প্রদর্শর্ন, হুইল চেয়ারে বসা ছাত্র/ছাত্রী প্রদর্শন ও শ্রেনি কক্ষে যেয়ে ছাত্র/ছাত্রীদের সাথে আলাপ আলোচনা করেন। সর্বশেষ তিনি ম্যানেজিং কমিটি, শিক্ষক শিকিক্ষকাসহ উপস্থিত স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গগনের সাথে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠান সম্পকিত বিভিন্ন খোজ খবর নেন ও সনতষ্ঠি প্রকাশ করেন। এ বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান গাজী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজিরা খাতুন বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার পর থেকে সরকারের নীতিমালা অনুযায়ী সকল কার্যক্রম চালিয়ে আসছি। যা পরিদর্শন কর্মকর্তা নিজেই দেখে সন্তষ্ঠি প্রকাশ করেছেন। আসা করছি অচিরেই আমাদের এই প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest