ওজুর সময় মোবাইল পানিতে পড়লে সার্ভিসিং ফ্রি

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২

ওজুর সময় মোবাইল পানিতে পড়লে সার্ভিসিং ফ্রি

মোঃ সাগর মল্লিক
খুলনা ব্যুরোঃ নামাজ আদায়ের জন্য ওজু করার সময় মোবাইল ফোন পানিতে পড়ে নষ্ট হলে সার্ভিসিং ফ্রি। ব্যতিক্রমী এমন বার্তা দেশের বিভিন্ন যায়গায় সাইনবোর্ডের দেখা মিলেছে। আজ রবিবার এই দৃশ্য দেখা যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলায়।

স্থানীয়দের দৃষ্টি আকৃষ্ট করা এই ব্যাতিক্রমি উদ্যোগ ও বিজ্ঞাপনটি প্রচার করেছে উপজেলার সদর ইউনিয়নের ফকিরহাট বাজারের বিসমিল্লাহ টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের সত্বাধিকারী হাফেজ মোঃ ইমরান হোসাইন।

ইমরান হোসাইন জানান সাধ্যের মধ্যে জনকল্যাণমূলক কাজ করতে নামাজীদের সেবায় বিজ্ঞাপনটি দিয়েছেন তিনি। ওজু করতে গিয়ে পানিতে পড়ে নষ্ট হওয়া মোবাইল ফ্রি সারতে গিয়ে অনেকের উৎসাহ ও অনুপ্রেরণা পাচ্ছেন।

দোকানের কাজকর্ম ভালোভাবে চলছে জানিয়ে তিনি আরো বলেন, বিজ্ঞাপন দেয়ার পর থেকে তার কাজকর্ম অনেক বেড়ে গেছে। এতে আমার উপার্জন যেমন বাড়ছে, তেমনই অন্যরা এই মহৎ কাজে উৎসাহিত হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় ব্যাক্তিবর্গ ও পার্শবর্তী ব্যবসায়ীরা বলেন মুসল্লিদের জন্য ইমরান হোসাইন এর উদ্যোগটি একটি মহৎ কাজ। আমরা সকলে এ উদ্যোগটির
সাফল্য কামনা করি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest