ঢাকা ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২
আঃ হামিদ মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদই ইউনিয়নের মাগন্তীনগর এলাকায় ২০জন কৃষক ও ১০ জন কৃষাণী নিয়ে কমন ইন্টারেস্টেট গ্রুপ গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারী)বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের বিষয়ক আলোচনায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল।
প্রধান অতিথি ছিলেন ফসল অনুবিভাগ কৃষি প্রাণিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান ও পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান মোহাম্মদ জালাল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অর্থনীতিবিদ রেহেনা সুলতানা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান, বেরীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিন, টাঙ্গাইলের অতিরিক্ত উপ-পরিচালক মাহমুদুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহরিয়ার আক্তার রিভা, শাকুরা নাম্নী প্রমূখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST