খুমেক ল্যাবে করোনা শনাক্তের হার ২৫.৮৯ শতাংশ।

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

খুমেক ল্যাবে করোনা শনাক্তের হার ২৫.৮৯ শতাংশ।

গোলাম মোস্তফা খান,খুলনা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ২৫ দশমিক ৮৯ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২২৩ জন খুলনা মহানগরী ও জেলার। সবমিলিয়ে ৭৩ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৬৩ জন, বাগেরহাট ৫ জন, সাতক্ষীরা ২ জন, নড়াইল দুই জন ও যশোরের একজন শনাক্ত হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest