ঢাকা ১৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২
গোলাম মোস্তফা খান,খুলনা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ২৫ দশমিক ৮৯ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২২৩ জন খুলনা মহানগরী ও জেলার। সবমিলিয়ে ৭৩ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৬৩ জন, বাগেরহাট ৫ জন, সাতক্ষীরা ২ জন, নড়াইল দুই জন ও যশোরের একজন শনাক্ত হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST