দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা ও নিহতের সংখ্যাঃ

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা ও নিহতের সংখ্যাঃ

মোহাম্মদ মাহমুদুল হাসান, আলোকিত সময় অনলাইন ডেস্কঃ দেশে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।২০১৯ সালে ৪ হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫ হাজার ২২৭ জন নিহত এবং ৬ হাজার ৯৫৩ জন আহত হয়েছেন। এছাড়াও, রেলপথে ১৬২টি দুর্ঘটনায় ১৯৮ জন নিহত এবং ৩৪৭ জন আহত হয়েছেন। ৪ জানুয়ারি রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিসচা সভাপতি ইলিয়াস কাঞ্চন এসব তথ্য জানান। তিনি জানান, ২০১৮ সালে ৩ হাজার ১০৩টি সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৪৩৯ জন নিহত এবং ৭ হাজার ৪২৫ জন আহত হয়েছিলেন। ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫০ শতাংশেরও বেশি পথচারী ছিলেন বলেও জানিয়েছেন তিনি।ইলিয়াস কাঞ্চন জানান, ১১টি জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন এবং নিসচার বিভিন্ন শাখা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।সড়ক দুর্ঘটনার জন্য অশিক্ষিত ও অদক্ষ চালক, অবৈধ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, ট্রাফিক আইন না মানা এবং সড়ক আইনের যথাযথ প্রয়োগের অভাবকে দায়ী করেছেন তিনি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest