ভোটকেন্দ্র দখলের চেষ্টা, আটক ১

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, আটক ১

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া চৌধুীর হাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টায় একাধিক ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এ ঘটনায় মতি রায় নামের একজনকে আটক করেছে পুলিশ। এ সময় ব্যালট পেপারের সিল নিয়ে পালিয়ে যায় বহিরাগতরা।

পরে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর চড়াও হন ছাত্রলীগ কর্মীরা। বিজিবি ও টহল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলা সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টহল পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে আসে। এ সময় একজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest