আগামী জাতীয় নির্বাচন ৩০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ কংগ্রেস: কাজী রেজাউল

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২

আগামী জাতীয় নির্বাচন ৩০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ কংগ্রেস: কাজী রেজাউল

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কংগ্রেস। দলের গাজীপুর জেলা কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবগুলি আসনে প্রার্থী দেয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এ লক্ষ্যে সুস্থ ধারার রাজনীতির বিকাশে দেশ প্রেমিক নাগরিকদেরকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, বর্তমান ধারার দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশে সুন্দর একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে সবাইকে উদ্যোগী হতে হবে।

বাংলাদেশ কংগ্রেসের গাজীপুর জেলা কমিটির আহবায়ক বাবু অরুণ সাহার সভাপতিত্বে এবং সদস্য সচিব ডাঃ মোঃ শফিকুর রহমানের সঞ্চালনায় গাজীপুরের কাশেমপুরে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন গঠনে সরকার যে আইন করেছে সেটা বাংলাদেশ কংগ্রেসের আন্দোলনের ফসল। ২০১৯ সালে নিবন্ধন পেয়েই নির্বাচন কমিশন গঠনে আইন প্রনয়ণের জন্য আন্দোলনে নামে দলটি। আমাদের আগে কোন রাজনৈতিক দল এ বিষয়ে কথা বলেনি। আমরা এই আইন চেয়ে মামলা করার পর অন্য দলগুলি এ ব্যাপারে কথা বলা শুরু করে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক নাজমুল মোর্শেদ, ন্যাশনাল সিনেটের সদস্য মোঃ শাহজাহান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভুইয়া রিপন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ মোস্তাকিম প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest