শার্শায় ৫টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

শার্শায় ৫টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায়

এসএম স্বপন,শার্শা(যশোর): যশোরের শার্শায় ৫ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। খোরশেদ আলম চৌধুরী জানান, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে এবং ১২০গ্রাম ওজনের মোড়ক ব্যবহার করছে, বেকারিগুলো অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও মজুদ করছে, খাবারের হোটেল মূল্য তালিকা প্রদর্শন না করা, ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে, উপর্যুক্ত অপরাধের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ৫টি এ জরিমানা করা হয়েছে। এবং উক্ত প্রতিষ্ঠানকে আগামী ১মাসের মধ্যে সব কিছু ঠিক করে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এসময় শার্শার নাভারনের সৈয়দ হোটেলকে ১০ হাজার টাকা, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২০ হাজার টাকা, একতা বেকারীকে ৪০ হাজার টাকা, আশিকুর বেকারীকে ৩৫ হাজার ও মুকুল ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, সকল প্রকার ভেজাল ও অনিয়মের উপর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest