ঝালকাঠিতে ১১ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২

ঝালকাঠিতে ১১ শত পিস  ইয়াবাসহ যুবক গ্রেফতার

আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠির রাজাপুরে ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ১ হাজার ১ শত পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (২৫ মার্চ ) রাতে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত খৈয়াম হাওলাদার (২৮) উপজেলার
মঠবাড়ি ইন্দ্রপাশা এলাকার শমসের আলী হাওলাদারের ছেলে।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের বলেন, শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১১ শত পিস ইয়াবা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এ ঘটনায় রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest