ইবিতে ছাত্রীদের বহনে যুক্ত হলো আরো নতুন দু’টি বাস

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

ইবিতে ছাত্রীদের বহনে যুক্ত হলো আরো নতুন দু’টি বাস

ফারহানা নওশিন তিতলী,ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার জন্য পরিবহন পুলে যুক্ত হলো আরো নতুন দু’টি ৫২ আসনের হিনো বাস। বাস দু’টি কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটের ছাত্রীদের বহন করবে।

মঙ্গলবার(৭ জানুয়ারি) দুপুরে প্রশাসন ভবনের সামনে ফিতা কেটে রোড যাত্রার শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

উদ্বোধনী বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুমোদিত আমাদের বিশ্ববিদ্যালয়ে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ চলছে। আশারাখি ২০২২ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে। তখন আমরা প্রায় ৮৫% আবাসন সুবিধা পাব। ফলে আমাদের পরিবহন নির্ভরতা কমে যাবে।এবং কোষাধ্যক্ষ ড. মোঃ সেলিম তোহা বলেন, আমরা প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি। পরিবহন উন্নয়নে অচিরেই আরো দু’টি বাস ক্রয় করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভার:) এস, এম, আব্দুল লতিফ, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমান, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest