নলছিটিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর করে শ্লীলতাহানিঃথানায় অভিযোগ ।

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২২

নলছিটিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর করে শ্লীলতাহানিঃথানায় অভিযোগ ।

এম কে,কামরুল ইসলাম নলছিটি ঝালকাঠি ,

নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় মা-মেয়েকে মারধর করে শ্লীলতাহানি ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামে এ ঘটনা ঘটেছে।

ইভটিজিংয়ের শিকার শিক্ষার্থী ও তার মা জানিয়েছেন, সরমহল গ্রামের হানিফ হাওলাদারের পুত্র মোঃ ফেরদৌস এক বছর আগে থেকে সরমহল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত করে আসছে। একবার শিক্ষার্থীর বড় চাচা কাওছার এ বিষয়ে বখাটে যুবক ফেরদাউসকে সতর্ক করলে উল্টো তাকে মারধর করে। পরবর্তীতে বিষয়টি নারী ইউপি সদস্যকে অবহিত করলে তিনি ফেরদাউসকে কয়েকবার সর্তক করেন। কিছু দিন চুপচাপ থাকার পর পুনরায় আবারো উত্যক্ত করে। সর্বশেষ গত ১২ মে সকালে বিষয়টি ওই স্কুল শিক্ষার্থী ইভটিজার ফেরদাউসের সরকারি নলছিটি ডিগ্রী কলেজের বিএ পরীক্ষার্থী বোনকে জানায়। এতে ফেরদাউস ক্ষিপ্ত হয়ে ওইদিন অর্থাৎ ১২ মে বিকেলে স্কুল শিক্ষার্থী টিউবওয়েলে পানি নিতে আসলে তাকে মারধর শুরু করে। স্কুল শিক্ষার্থীর চিৎকারে তার মা এগিয়ে এলে বখাটে যুবক মা ও মেয়ে দুজনকে মারধর করে শ্লীলতাহানি ঘটায়। স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মেয়েটির মা নলছিটি থানায় ওই বখাটে যুবক ও তার বোনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। নলছিটি থানার অফিসার ইন চার্জ মোঃ আতাউর রহমান এ প্রতিবেদককে জানিয়েছেন, তিনি অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে ওই ইভটিজারকে আটক করে থানায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। কিন্তু ইভটিজার তার ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছে। ইভটিজার ফেরদাউসকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন। এদিকে ইভটিজিংয়ের শিকার মেয়ে ও তার মা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন। অভিযোগের ব্যাপারে ফেরদৌসের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।


মুজিব বর্ষ

Pin It on Pinterest