রাবিতে নির্মাণাধীন বিজ্ঞান ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২২

রাবিতে নির্মাণাধীন বিজ্ঞান ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ২০ তলা বিজ্ঞান ভবনে কাজ করার সময় সাগর নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
মৃত সাগর (২২) নেত্রকোনা জেলার
আদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষ্যদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সাগর। এরপর তাকে অসুস্থ্ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করতে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ হাসপাতালে আছে।’
এ ঘটনায় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, ‘একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest