ঢাকা ২৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
মোঃ আরিফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কালির বাজার প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে রংপুর ডক্টরস ক্লিনিক ভর্তি আছেন। তার ডান পায়ে চোট পেয়ে দুই জায়গার হাড় ফেটে গেছে । আজ অপারেশন করে কেবিনে নিয়ে যাওয়ার সময় তোলা ছবি। উল্লেখ থাকে যে তিনি কালির বাজার থেকে শহরের দিকে আসার সময় বোচার বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হন ।তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ডক্টরস এ রেফার্ড করা হয় সবাই তার জন্য দোয়া করবেন ।তিনি অত্যন্ত সৎ ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছেন দীর্ঘদিন । তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই কামনায় তার পরিবারের । এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে অনেকটাই বিরাজ করছে শোক। গাইবান্ধা থেকে অনেক সাংবাদিক তার পাশে যে তাকে সান্তনা যুগিয়েছে। তিনি সাংবাদিক জগতের জন্য এক নিবেদিত সৈনিক। আমরা প্রত্যেকে তার উত্তরোত্তর সুস্থতা কামনা করছি। এ বিষয়ে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাউছার আলীর সাথে কথা বললে তিনি দুঃখ প্রকাশ করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST