দিনাজপুর বিএফএ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

দিনাজপুর বিএফএ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি ॥ অসহায় শীতার্ত মানুষের পাশে বিএফএ দিনাজপুর ইউনিট অতিতে ছিলো, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে উলে¬খ করে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি সুজাউর রব চৌধুরী বলেছেন, শীতার্ত মানুষের প্রতি সমাজে সামর্থবান ও বিত্তশালীদের সহানুভূতির হাত সম্প্রসারিত করে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে অসহায় শীতার্ত মানুষদের সাহায্য ও সেবা করাই মানব ধর্ম। এ মহৎ ও পূণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। বৃহস্পতিবার সকালে দিনাজপুর পুলহাটস্থ বাফার সার গুদাম প্রাঙ্গণে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) দিনাজপুর জেলা ইউনিট এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বি.এফ.এ জেলা ইউনিটের সভাপতি আলহাজ্ব মোঃ সুজা-উর-রব চৌধুরী এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) দিনাজপুর জেলা ইউনিটের সহ-সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক আলহাজ্ব মোঃ আকবর হোসেন, পুলহাট বাফার সার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রসায়নবিদ দিজেন্দ্র নাথ রায় প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest