ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধি\ পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ‘ক্ষনগণনা’ উদ্বোধন এবং ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহঃস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি,উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.সরোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী। এসময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী মো.আত্হার উদ্দীন আহমেদ,উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা মো.ইসমাইল হোসেন মৃধা,মির্জাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আনিসুর রহমান,উপজেলা যুবলীগ সভাপতি মো.জহিরুল ইসলাম লোটাস সিকদার,সাধারন সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মো.শফিকুল ইসলাম মহসিন মৃধা,দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মো.আজিজ হাওলাদার,মজিদবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার কিসলু,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST