ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২
সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ ,(প্রতিনিধিঃ)
বদলগাছীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (১৫ জুন) বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান, বদলগাছী থানার ওসি মোঃ আতিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সরকারি সব দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় নারীর ক্ষমতায়ন, পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ বিষয়ে স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগ সমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণে অংশগ্রহণকারীদের সুপারিশ ও মতামত গ্রহণ করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST