লালপুরে জাঁকজমকপূর্ণ ভাবে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

লালপুরে জাঁকজমকপূর্ণ ভাবে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ ভাবে লালপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, শোভা যাত্রা, ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

২৩ শে জুন বৃহস্পতিবার দিনব্যাপী এসব কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় গোপালপুর পৌর এলাকায় লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসকেন্দার মীর্জার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বদিউর রহমান বদর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল, গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, সাইফুল ইসলাম, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু,

প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, যুব ও ক্রিড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া জয়নুল বেনু, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, ঈশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, বিলমাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিন্টু, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পলাশ সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে লালপুর বাজারস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী, সাংগঠনিক সম্পাদক স্বপন, প্রভাষক আমজাদ হোসেন, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, প্রভাষক মোয়াজ্জেম হোসেন, সেলিম রেজা, এবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দস সাত্তার সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest