কুড়িগ্রাম প্রেসক্লাবের ত্রান বিতরণ

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

কুড়িগ্রাম প্রেসক্লাবের ত্রান বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি। ২৬.০৬.২২

কুড়িগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বন্যা কবলিত এলাকার দুশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, চিনি, বিস্কুট, লবণ ও খাবার স্যালাইন।
রবিবার ধরলা নদীর তীরে ছাট কালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে এসব ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এসময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্ত্মাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, ছাট কালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুরসহ স্থানীয় সংগঠন সারডোবের আলো’র স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
গত কয়েক বছর ধরে ধরলা নদীর ভাঙন ও বাঁধ ভেঙে সারডোব গ্রামের মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়। এবারের বন্যায় অনেকেই কোন ত্রাণ সহায়তা পাননি। তাই এই ত্রাণ পেয়ে খুশি সারডোব গ্রামের মানুষ। সারডোব গ্রামের নদী ভাঙনের শিকার শরিয়ত উলস্নাহ বলেন, ‘বাড়ি ভাঙি পড়ি আছে। তুলব্যার পাই নাই। কাজ কাম নাই। খাবার ঠিকমত পাই না। তোমার এই ইলিফ হামার খুব উপকার করবে।’


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest