ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২২
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —
রংপুর পিটিআই এর আয়োজনে এবং হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় পিটিআই মিলনায়তনে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস বিষয়ক সায়েন্টিফিক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়।
সেমিনার পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাড ক্যানসার ও রক্তরোগ মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাজমুল করিম।
বক্তব্য রাখেন পিটিআই প্রশিক্ষক আনছারুল ইসলাম।
সেমিনারের উপস্থাপনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পাবলিক রিলেশন অফিসার বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক আবু নাসের সিদ্দিক তুহিন। সেমিনারে অংশগ্রহণ করেন ১৩৮ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সেমিনার শেষে সকল পাবলিক রিলেশন অফিসার জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে শিক্ষককে ফ্রি মেডিকেল চেক-আপ, ডায়াবেটিস টেস্ট ও রক্তের গ্রুপ টেস্ট করা হয়।
উল্লেখ্য হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর দীর্ঘ দিন থেকে এরকমভাবে মাসিক কর্মি সমন্বয় সভা, উঠানবৈঠক করে আসছে এ পর্যন্ত ২৯৮টি উঠানবৈঠক ও জনসচেতনতা মুলক সেমিনার করা হয়েছে।
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এর রোগিরা ৫০ টাকা রেজিষ্ট্রেশন করে পরবর্তিতে আজীবন ৪০ টাকার বিনিময়ে নিয়মিত চিকিৎসা সেবা নিতে পারবেন এবং হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন বিগত ১৪ বছর ধরে নিবন্ধিত রোগিদেরকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST