ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২২
সাগর হোসাইন, বদলগাঁছী,( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর তথা বদলগাছীর কৃতি সন্তান গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক সচিব এবং “জনতার মঞ্চ” এর অন্যতম নায়ক ও বদলগাছী উপজেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর (মঞ্জু) সাংবাদিক সংস্থা’র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২ টায় সাংবাদিক সংস্থা বদলগাছী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সংস্থা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী।
সাংবাদিক সংস্থা বদলগাছী’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাংবাদিক সংস্থা’র সিনিয়র সহ-সভাপতি মাহবুব আহসান হাবীব শিপলু, সহ-সভাপতি এনামুল কবির এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কার্য্য নির্বাহী সদস্য মিঠু হাসান প্রমুখ।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সরকারের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর (মঞ্জু) বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে চিরদিনের জন্য রাজনৈতিকভাবে প্রতিহত করার মাধ্যমে বাঙ্গালীর সর্ব কালের সর্বশ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
এছাড়াও তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ এ থেকে পদ্মা সেতু নির্মাণ সহ দেশের ও জনগণের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) নির্বাচনী আসনে আওয়ামী লীগের আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট মনোনয়ন চাইবেন। তিনি মনোনয়ন পাইলে বদলগাছী-মহাদেবপুরের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাংবাদিক সংস্থা বদলগাছী’র উন্নয়নে সার্বিক সহযোগিতাসহ সাংবাদিকদের সময়পোযোগী আইটি বিষয়ক ট্রেনিং করার আহবান জানান। এসময় তিনি হলুদ সাংবাদিকতা থেকে সাবধান থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বারোপ করে মুক্তিযুদ্ধের তথা স্বাধীনতার পক্ষের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, প্রকৃত সাংবাদিকদের হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। স্বাধীনতার স্বপক্ষের সাংবাদিকদের সার্বিক উন্নয়নে সহযোগীতা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।
এ সময় সাংবাদিক সংস্থা বদলগাছী’র অন্যান্য সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST