অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না কুড়িগ্রামের শিশু জিহাদ হাসানের

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২২

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না কুড়িগ্রামের শিশু জিহাদ হাসানের

সাইফুর রহমান শামীম কুড়িগ্রাম ।।: কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা গ্রামের দিনমজুর পিতা-এনামুল হক ও মাতা-জান্নাতী বেগমের ছেলে জিহাদ হাসানকে বাচাঁতে এগিয়ে আসুন। জিহাদ হাসানের বয়স তিন বছর। সে হার্টফুটা রোগে আক্রান্ত।

ইতিমধ্যে কুড়িগ্রাম ও রংপুরের ডাক্তার ঢাকায় রের্ফাড করেছেন। চিকিৎসক বলেছেন ওপেন হার্টসার্জারী করা লাগবে। জিহাদ হাসানের চিকিৎসায় লাগবে ৫-৬ লক্ষ টাকা। সে অর্থ যোগান দেওয়া তার দিনমজুর পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই এই দিনমজুর পরিবার সন্তান কে বাঁচাতে সমাজের বিত্তবানদের সাহায্যের জন্য এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন । জিহাদ হাসানকে বাচাঁতে সাহায্য পাঠাতে পারেন। বিকাশ পার্সোনাল – ০১৮৭৪২৮২২০০ ও অগ্রণী ব্যাংক লিমিটেড এর সঞ্চয়ী হিসাব নম্বরঃ৩০৩৯৬ । সংশ্লিষ্ট পত্রিকা এ বিষয়ে কোন দায়ভার


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest