ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২
সাগর হোসাইন , বদলগাঁছী, নওগাঁ, প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন দুই সাংবাদিক। এ ঘটনায় দুই তরুণকে আটক করেছে থানা পুলিশ।
২২ই জুলাই শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাহাড়পুর বৌদ্ধ বিহার চত্বরে এ ঘটনা ঘটে।
হামলায় আহত দুই সাংবাদিক হলেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের নওগাঁ জেলা প্রতিনিধি সুমন আলী ও দেলোয়ার হোসেন।
আটককৃত দুই তরুণ হলেন বদলগাছী উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা স্বপন হোসেন (১৮) ও রাব্বী (১৮)।
আহত সাংবাদিকরা জানান, শুক্রবার পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শনে আসেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিহার চত্বরে ‘দ্য হেরিটেজ ক্যাফে’ নামের একটি হোটেলের উদ্বোধন করেন তিনি। এ সময় সংবাদিকরা ক্যামেরা দিয়ে ছবি উঠানোর সময় কিছু তরুণ তাদের ফোন দিয়ে ছবি উঠানোর চেষ্টা করছিলেন।
তাদের ফোন দিয়ে ছবি উঠানোর কারণে সাংবাদিকরা ছবি উঠাতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। এনিয়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হলে ক্ষিপ্ত হয়ে তারা চলে যান ওই দুই তরুন। দুপুর ২:৩০মি: দিকে কাজ শেষে ফেরার সময় সাংবাদিক সুমন আলী ও দেলোয়ার হোসেনের ওপর তারা হামলা চালিয়ে মারধর করেন ওই দুই তরুন। পরে ওই দুই সাংবাদিককে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর হামলাকারী দুই তরুণকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই তরুণকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST