আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২২

আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী  আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শির্ষক শ্লোগানে রালী আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে একটি র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবাহী অফিসার এস এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোকছেদ আলী, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান, উপজেলা মৎস্য অফিসার রতন চন্দ্র সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, সফল মৎস্য চাষি হাফিজুল ইসলামসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে উপজেলার চার জন সফল মৎস্য চাষির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest