শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা হবে সন্তানের মতো : এমপি শিবলী সাদিক

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২২

শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা হবে সন্তানের মতো : এমপি শিবলী সাদিক

দিনাজপুর প্রতিনিধি ঃ
শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা নিজ সন্তানের মতো হতে হবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে পুরস্কার বিতরণ এবং শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

তিনি বলেন, শিক্ষা হলো দক্ষ মানবসম্পদ ও সমৃদ্ধ জাতি গঠনের চালিকাশক্তি। তাই মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার সম্ভব সবকিছু করছে। এছাড়া বর্তমান সরকার শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য পদোন্নতিসহ উন্নত বেতন স্কেল দিচ্ছে। বর্তমান সরকার ঘোষিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে আজকের শিশুরা। তাই তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে শিক্ষকদের। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা হবে নিজ সন্তানের মতো।

সাংসদ বলেন, শিক্ষার্থীরা মোবাইলের অপব্যবহার করে মোবাইল ফোনের প্রতি আসক্তি হয়ে পড়ছে। এতে পড়ালেখার সঠিক পরিবেশ যেমন বজায় থাকছে না, তেমনি পড়ালেখার প্রতি মনোযোগ হারাচ্ছে দিন দিন। তিনি শিক্ষকদের মাধ্যমে শ্রেণিকক্ষে আলাদাভাবে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের নানা ক্ষতিকর দিক তুলে ধরা এবং মোবাইল ফোন ব্যবহার না করার জন্য উদ্বুদ্ধ করার আহবান জানান। শিক্ষার্থীরা যেন মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ না করেন এজন্য শিক্ষকদের সজাগ দৃষ্টি রাখবারও অনুরোধ জানান তিনি।

ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী, ওসি সুমন কুমার মহন্ত, প্রেসক্লাব সাধারন সম্পাদক কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম।

অনুষ্ঠান শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ৪৯ জনকে এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ বিজয়ী ১২ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest