ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২
কলিন চন্দ্র (ইতু) রায়
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫ নং বাচোর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলেন জীতেন্দ্র নাথ বর্মন। ।
এ নিয়ে পর পর তিনবার বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন তিনি। চারজন স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় এলাকাবাসীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।
তিনি মোট ভোট পেয়েছেন ৮ হাজার ৭৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো: আজিজুল পেয়েছেন ৮৩০৩ ভোট। গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
জীতেন্দ্র নাথ বর্মন বলেন, ইভিএম এর মাধ্যমে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের মানুষ আমাকে ভালো বেসে ভোট দিয়েছেন, আমি এর আগে দুই বার নির্বাচনে জয়লাভ করেছি, এবার নিয়ে তিন বার নির্বাচিত হয়েছি আমি যেন সবসময় ৫ নং বাচোরের মানুষের সেবা করে যেতে পারি সেই আশীর্বাদ আপনারা আমাকে করবেন।
উল্লেখ্য,গতকাল বুধবার (২৭ জুলাই)
সকাল ৮.০০ থেকে বৈকাল ৪.০০ পর্যন্ত ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ইভিএমে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST