তবলায় রংপুর বিভাগে প্রথম কুড়িগ্রামের পাপন কর্মকার উৎস

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২২

তবলায় রংপুর বিভাগে প্রথম কুড়িগ্রামের পাপন কর্মকার  উৎস

কুড়িগ্রাম প্রতিনিধি।।জাতীয় শিশু প্রতিযোগীতায় ২০২২ অনুষ্ঠিত রংপুর বিভাগে তবলায় প্রথম স্থান দখল করেছে পাপন কর্মকার উৎস। জানাযায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কামার পাড়া গ্রামের বাংলাদেশ বেতার রংপুরের শিল্পী পূর্ণ্য চন্দ্র কর্মকারের পুত্র, নাগেশ্বরী নিউপ্রতিশ্রুতী কিন্ডার গার্টেন এন্ড স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র এবং মৃত অমল চন্দ্র কর্মকারের নাতী পাপন কর্মকার উৎস। সংগীত পরিবারে তার জন্ম, উৎস ছোট বেলা থেকে তার বাবা ও ঠাকুর দাদা দুজনেই ক্লাসিক শিল্পী তাদের কাছে থেকে গান ও তবলা শিখেন। পাশা পাশি তবলা শিখেন রংপুর বেতারের তবলা শিল্পী নিমাই ও সঞ্জয় ব্যানার্জীর কাছে। সে সকলের কাছে দোয়া প্রার্থী। এ সাফল্য অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন নজরুল গবেষক ও বাংলাদেশ বেতার রংপুরের শিল্পী সুব্রত ভট্রাচার্য, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কথকের প্রতিষ্ঠাতা ও নাগেশ্বরী সরকারী কলেজের প্রভাষক রেজাউল করিম রেজা, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, প্রতীকের সম্পাদক ওমর ফারুক হোসেন, নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমীর প্রতিষ্ঠাতা ও এশিয়ান টিভি, দৈনিক চাদঁনী বাজার এর সাংবাদিক শফিকুল ইসলাম শফিসহ জেলার সকল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest