রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশ ৩৮ শতাংশ

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশ ৩৮ শতাংশ

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ সেশনের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। এতে পাশের হার ৩৮ দশমিক ২৩ শতাংশ ।

দুপুরে ‘সি’ইউনিটের ভর্তির পরীক্ষার কো-অর্ডিনেটর এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহেদ জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এবার এই ইউনিটের পাসের হার ৩৮ দশমিক ২৩ শতাংশ।’

‘সি’ ইউনিটের ভর্তি-পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) গিয়ে শিক্ষার্থীরা দেখতে পাবেন।

এর আগে, রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিলেন ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু। চার শিফটে নেওয়া পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৮ শতাংশ। ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, ফিশারীজ, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest