ঢাকা ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (০৩ আগষ্ট) দুপুরে জয়পুরহাট-হিলি রোড়ের হিচমী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আইয়ুব আলী জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, স্ত্রী তালাক দেওয়ার জন্য জয়পুরহাটে আসছিল আইয়ুব আলী। আসার পথে জয়পুরহাট-হিলি রোড়ের হিচমী বাইপাস পার হওয়ার সময়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ট্রাকের নিচে পড়ে আইয়ুব আলীর মর্মান্তিক মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, জয়পুরহাট-হিলি রোড়ের হিজমি মোড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আইয়ুব আলী ট্রাকের নিচে পড়ে নিহত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST