রাবিতে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ উদ্বোধন

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২২

রাবিতে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ উদ্বোধন

রাবি প্রতিনিধি:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা’র ৯২তম জন্মবাষির্কী উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে( রাবি) ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ উদ্বোধন করা হয়েছে। সোমবার(৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ উদ্বোধন করেন রাবি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নিচতলায় স্থাপিত হৃদয়ে বঙ্গবন্ধুর মধ্যে ছোট একটি লাইব্রেরিসহ বঙ্গবন্ধুর জীবদশার বিশাধিক আলোকচিত্রে বঙ্গবন্ধুকে তুলে ধরা হয়েছে।

উদ্বোধন শেষে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপ উপাচার্য প্রফেসর মো. সুলতান উল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবায়দুর রহমান প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. দুলাল চন্দ্র বিশ্বাস।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest