১০ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি।

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২২

১০ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি।

মোঃ হাবিবুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধি (দিনাজপুর) :

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের ১০ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দেন।এসময় তারা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে মাধ্যম করে সাধারণ শিক্ষার্থীদের ১০ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি উপাচার্যকে দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

১০ দফা দাবিগুলো হলোঃ ক্রেডিট ফি কমানো,আবাসিক হলে প্রতি ফ্লোরে বিশুদ্ধ পানি সরবরাহ, আবাসিক হলগুলোতে ফ্রি-ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন, পরিবহন সংকট দূরীকরণ, প্রধান ফটক ও প্রথম ফটকে ওভার ব্রিজ নির্মাণ, মেসের শিক্ষার্থীদের সিট ভাড়া সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা গ্রহণ, সেমিস্টার এর নামে অযাচিত ফি আদায় বন্ধকরন, শিক্ষার্থীদের প্রাপ্য উপবৃত্তির টাকা দ্রুত প্রদান, সেশনজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও যথাসময়ে সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রদান।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে ছাত্রনেতারা সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দাবিগুলো সাধারণ শিক্ষার্থীদের সমস্যা নিয়ে, আগামী ১ সেপ্টেম্বর এর মধ্যে আমরা এ সকল দাবির বাস্তবায়ন চাই। অন্যথায় আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আবারো অবস্থান কর্মসূচি করবো।

শিক্ষার্থীদের ১০ দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন আন্তরিক। এর মধ্যে অনেক বিষয় নিয়ে কাজ চলমান রয়েছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন বিবেচনা করবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest