বদলগাছিতে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত, থানায় মামলা।

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২২

বদলগাছিতে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত, থানায় মামলা।

সাগর হোসেন, বদলগাঁছী,নওগাঁ, প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছিতে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে
গুরুতর আহত হয়েছেন বাবাও ছেলে দুই জন।এঘটনায় মুনজুর রহমান নামের ভুক্তভোগী এক যুবক বাদী হয়ে প্রতিপক্ষ ৬জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলাসূত্রে জানাযায়,গত ৪ই আগস্ট উপজেলার কোলা ইউনিয়নের পার আধাইপুর গ্রামের মুনজুর এর জলাশয় থেকে পানি নিয়ে তার জমিতে সেচ দেয়। ঐ দিনই বিবাদী গন মুনজুরকে হুমকি দেয়।

পরেন দিন ৫ই আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে মুনজুর এর লোকজন

জমিতে ধানের চারা রোপন করছিল। মুনজুর
ইট কিনতে ইটভাটায় যাওয়ার পথে তার জমিতে লোকজনের কাজ দেখার জন্য দাঁড়াইলে হঠাৎ বিবাদীগণ অকথ্য ভাষায় তাকে গালিগালাজ
করতে থাকে। এমন সময় মুনজুর বিবাদীদের
গালিগালাজ করতে নিষেধ করে। বিবাদীরা
উত্তেজিত হয়ে দা,হাসুয়া, লাঠিশোডা হাতে নিয়ে দলবদ্ধ ভাবে এসে মুনজুর ও তার পিতাকে বেধড়ক মারধর করে এবং মুনজুরের কাছে থাকা গরু কেনার ৮০হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকরীরা। স্থানীয়রা এসময় তাদের চিৎকার শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে বদলগাছি
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে দেন।

পরে আব্দুল করিমের ছেলে আহত মুনজুর বাদী হয়ে গত ৭ই আগস্ট বদলগাছি থানায় তার প্রতিপক্ষ হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মারপিটের এ ঘটনায় মামলার আসামীরা হলেন, কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামের মৃত অবির উদ্দীনের ছেলে মতি,খলিলুর রহমান ,ছানোয়ার হোসেন, এবং ছানোয়ারের স্ত্রী রেখা বেগম,খলিলুরের স্ত্রী রুজিনা ও মতির স্ত্রী সুখী বানু।

এঘটনায় পুলিশ মামলার এক নং আসামী মতি হোসেন ও ২নং আসামী খলিলুর রহমান নামের দুজনকে আটক করে জেলহাজতে পাঠিয়ে দিয়েছেন।

এবিষয়ে ভুক্তভোগী মুনজুর বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হঠাৎ আমাকে এবং আমার বয়স্ক বাবাকে আমার প্রতিপক্ষগণ লাঠিশোডা, হাসুয়া,দা দিয়ে হামলা করে এবং
দুজনকেই এলোপাথাড়ি ভাবে বেধড়ক
মারপিট করে গুরুতর জখম করে। এবং আমার কাছে থাকা গরু কেনার ৮০হাজার টাকা এসময় তারা ছিনিয়ে নেয়।

বিবাদীর পরিবারের লোকজন বলেন, পানি সেচ নিয়ে উভয় পক্ষের মধ্যে সামান্য কথাকাটাকাটি হয়েছে মাত্র। মারপিটের কোন
ঘটনাঘটেনি।

স্থানীয়ারা জানান, ৫ই আগস্ট দুপুরে পারআধাইপুর গ্রামের প্রতিবেশী দুই গ্রুপের মধ্যে পানি সেচ নিয়ে দ্বন্দ্ববাধে। এসময় উভয় পক্ষ উত্তেজিত হলে একপক্ষের দুইজন আহত হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest