স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী

কুড়িগ্রাম প্রতিনিধি।। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দিনের শুরুতেই স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল নিহত সদস্যের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এরপর এই মহান নেতার ত্যাগ ও ঘটনাবহুল রাজনৈতিক জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -২ আসনের মাননীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব জাফর আলী,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র জনাব কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে মাসব্যাপী জেলা প্রশাসন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন,শিশু পরিবার ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest