লালপুরে প্রধান শিক্ষককের বিরুদ্ধে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২

লালপুরে প্রধান শিক্ষককের বিরুদ্ধে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুরে ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।

বুধবার ১৭ আগষ্ট বেলা সাড়ে এগারোটার দিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এনামুল হক লিখিত বক্তব্যে বলেন,গত ১৩ আগষ্ট আব্দুল লতিফ মাষ্টার আমার বিরুদ্ধে যে মানববন্ধন করেছে সেটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন,স্কুল পরিচালনা কমিটি নিয়ম অনুযায়ী করা হয়েছে। গতদিন যারা মানববন্ধন করেছেন তারা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কেউ না। একটি পক্ষ অত্র প্রতিষ্ঠানের মান ক্ষুন্ন ও ক্ষতি করার প্রচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, সহকারী শিক্ষক আব্দুর রশিদ সহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest