লালপুরে রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২২

লালপুরে রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুরে অজ্ঞাত এক যুবকের(২৪)লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার ১৮ আগষ্ট দুপুরে আজিমনগর—ঈশ্বরদী রেল লাইনের মানিকহার নামকস্থান থেকে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করেন বলে জানা গেছে।তবে ওই যুবকের সঠিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। লাশের পাশে থাকা মানিব্যাগে একটি জন্ম নিবন্ধন পাওয়া গেছে। যেখানে নাম লেখা ছিল রাশিদুল ইসলাম, পিতার নাম জিল্লুর রহমান ও মাতার নাম রাশিদা খাতুন, গ্রামঃ হাটশ হরিপুর,থানা ও জেলা কুষ্টিয়া বলে উল্লেখ আছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা উক্ত স্থানে দুই রেল লাইনের মাঝে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধারকৃত যুবকের মাথায় ক্ষতের চিহ্ন রযেছে। রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest