ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২
সাগর হোসেন, বদলগাঁছী,নওগাঁ, প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছিতে কৃষকদের সাথে সারের বস্তার ওজন নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট সার ডিলারের বিরুদ্ধে।
ঘটনাসূত্রে জানাযায়, শনিবার উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের সংশ্লিষ্ট সার ডিলারের গুদাম থেকে সার বিক্রয়কালে সারের বস্তায় ওজনে কারচুপির অভিযোগ তুলেছেন সার নিতে আসা ভুক্তভোগী বেশ কিছু কৃষকরা।
সংশ্লিষ্ট ডিলারের কাছে সার ক্রয় করে প্রতারিত হয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক এমন অভিযোগ স্থানীয়দের।
বিসিআইসি’র অনুমোদিত বিলাশবাড়ী ইউপির রাসায়নিক সার ডিলার রণজিৎ কুমার সাহার মেসার্স সার ঘর থেকে সার ক্রয় করে প্রতারণার স্বীকার হচ্ছেন স্থানীয় কৃষকরা এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
এবিষয়ে ডিলার ও কৃষি বিভাগের দায়িত্ব প্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিএস কে অভিযোগ করেও সারের ওজন কারচুপি থামছে না। বস্তার ওজনে সার কম দেয়ায় হতাশায় পড়েছেন কৃষকরা। সারের বস্তার ওজন কম হওয়ায় ডিলারের ঘরের সামনে রাস্তায় একত্রিত হয়ে উপস্থিত কৃষকরা ওজন কম দেওয়ার জন্য প্রতিবাদ জানান। এসময় ডিলারের সহযোগী গুদাম ঘরের মালিক বকুল হোসেন এর উপর কৃষকরা উত্তেজিত হয়ে ধাওয়া করলে গুদাম ঘরের মালিক বকুল কৃষকের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
সার নিতে আসা শ্রীরামপুরের বাবু, হলুদবিহারের চাঁন হোসেন বলরামপুরে আবজাল, বিলাশবাড়ী গ্রামের আব্দুর রশিদসহ বেশ কিছু কৃষক জানান, বিলাশবাড়ীর শর্মাপুর ব্রীজ মোড়ে রণজিৎ কুমার সাহার মেসার্স সার ঘরে প্রতি বস্তায় ৫০ কেজি ওজন থাকার কথা থাকলেও সেখানে একাধিক বস্তায় ৪০ কেজি আবার কোন বস্তায় ৪৫কেজি ওজন হচ্ছে। প্রতি বস্তায় ৫ থেকে ১০কেজি করে ইউরিয়া সার কম হচ্ছে। আবার কোন কোন বস্তায় ওজন সঠিকও রয়েছে।
এবিষয়ে সার ডিলার রণজিৎ কুমার সাহা বলেন, সার সুষ্ঠু ভাবে দেওয়া হচ্ছে, একটা বস্তায় সার কমছিল সেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনইচ্ছুক বিলাশবাড়ী ইউনিয়নের এক ইউপি সদস্য জানান, বিলাশবাড়ী ইউপির শর্মাপুর ব্রীজের মোড়ে মেসার্স সার ঘরে শনিবার সকাল থেকেই সারের বস্তায় ওজনে কারচুপির গুঞ্জন শোনা যাচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখি ৪থেকে ৫টি বস্তায় ৫কেজি করে সার কম ছিল।
ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা এমরান হোসেন বলেন, বিলাশবাড়ী ইউনিয়নে ৯ হাজারের মত কার্ডধারী কৃষক রয়েছে। আজ শনিবার বিলাশবাড়ী ইউপির ডিলার রণজিৎ এর শর্মাপুর সার ঘর থেকে ৩’শ বস্তা সার কৃষকদের কাছে বিক্রয়ের কার্যক্রম চলছে।
ওজনে কম হওয়ায় বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সার গাড়ীতে বহন করার সময় হয়ত বস্তা থেকে পড়ে গিয়ে দু-একটা বস্তার সার কম হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, সার ওজনে কম দেওয়ার বিষয়টি আমি শুনেছি এবং উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। আগামীকাল আমি সেখানে গিয়ে তদন্ত করব।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এবং ইউএনওর মহোদয়কে বিষয়টি জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST