ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২
সাইফুর রহমান শামীম,,,কুড়িগ্রাম : ০১.০৯.২০২২
কুড়িগ্রামে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পুরাতন পোষ্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে কাপড় মার্কেটে আসলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপি নেতা শাহিন শেখ রঞ্জু, মাজেদুল ইসলাম তারা, সফিকুল ইসলাম সফিক, অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
অন্যদিকে শহরের দাদা মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র অপর একটি গ্রুপ মিছিল ও সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, মাহবুবার রহমান, আশরাফুল হক রুবেল প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST