ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ০৬.০৮.২০২২
কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলার ভাঙ্গন কবলিত এলাকায় জরুরী প্রতিরক্ষা মুলক কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মহাপরিচালক বজলুর রশিদ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা এলাকায় সাম্প্রতিক সময়ে খরস্রোতা তিস্তার ভয়াবহ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে মোগলবাসা ঘাটে ফিরে তিস্তা নদীর চলমান ভাঙ্গন বিষয়ে সাংবাদিকদের সাথে খোলা মেলা আলোচনা করেন।
মহাপরিচালক বজলুর রশিদ বলেন, ইমারজেন্সি ওয়ার্কের ফান্ড দিয়ে স্থায়ীভাবে তিস্তার ব্যাপক ভাঙ্গন রোধ করা সম্ভব নয়। তবুও আমরা ভাঙ্গন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিস্তা নিয়ে ভালো স্টাডি হয়েছে, সরকারের বিবেচনায় আছে। তিনি আশা করেন সরকারের সিদ্ধান্ত আসলেই তিস্তা নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।
তিনি আরো বলেন, কুড়িগ্রামে নদ-নদীর ভাঙ্গন রোধে ১৩টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে তার সাথে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পশ্চিম রিজিওন এর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, উত্তারাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আমিরুল হক ভুইয়া, রংপুর সার্কেল-১ পানি উন্নয়ন বোর্ড তত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ্ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা গণ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST