রাজনীতি এখন অনুপ্রবেশকারী,হাইব্রীড,টাকাওয়ালাদের

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

রাজনীতি এখন অনুপ্রবেশকারী,হাইব্রীড,টাকাওয়ালাদের

রাজনিতীতে চীরস্থায়ী কেউ না,সাময়িকের জন্য পদ নিয়ে চেয়ারে বসে মানুষের সাথে চরম অসাদাচরন,বড় বড় কথা বলা,ত্যাগি কর্মীদের হাজারো মানুষের মাঝে অপমান করা, টাকা নাই তোমার রাজনীতি করার দরকার নাই এমন কথা বলা, এ জাতীয় কথা এখনও সিনিয়রনেতা অহরহ বলে ত্যাগিদের ঘরে উঠিয়ে দিয়েছে, বাস্তবে রাজনীতি বলে বর্তমানে কিছু কি আছে ? আছে রাজনীতির নামে বানিজ্য,আছে হাইব্রীড আর ভিন্ন দল থেকে আসা সদ্য গজানো বিতর্কিতের মহড়া, এ সব নিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর খুব কাছের লোক সেজেছে সব, হায় হায় হায়। সিনিয়রনেতারা সংশোধন না হলে দেশ দল কোথায় যাবে, কোথায় যাচ্ছে সে চিন্তাই করি দিনরাত। কারন আমি আমরা ৮০ দশকের ছাত্রনেতা জিবনবাজি রেখে ১০ বছর ছাত্র রাজনীতি করেছি,রাজনীতির কারনে অত্যাচারিত হয়েছি,জেল খেটেছি,আওয়ামীলীগের বড় পদেও দীর্ঘদিন তারপরও মনে হয় আমরা দলের কেউ না। আজ যারা রাজনীতি করছে এরা কারা ? এরা অফিসে সামনের চেয়ারে বসে ত্যাগিদের পিছনে বসারও জায়গা হয় না, এমনকি মিটিং এ পর্যন্ত ডাকা হয় না। আমরা এটা খুব ভাল বুঝি যে বর্তমানে নেতৃত্বদানকারিদের খুব ভয় ভাল জানা বুঝা বা সাবেক ছাত্রনেতা জনপ্রিয়দের কাছে রাখলে আবার আগামিতে বিপদ না হয়। আবার সিনিয়র পদের নেতাদের কাছে টাকাওয়ালা অনুপ্রবেশকারিরা খুব কাছের লোক।এটাই খুলনার গোটা এলাকার আওয়ামী রাজনীতির বর্তমান চিত্র। এমন হলো কেন খুলনার রাজনীতিতে।
হায়রে বঙ্গবন্ধুর সোনার বাংলা।
৪২ বছর রাজনীতিতে তাই এ সব দেখে কষ্ট লাগে।
জয়বাংলা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest