নবাবগঞ্জের বেকার যুবকের আয় পেঁপে বিক্রি করে মাসে দুই লাখ টাকা

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২

নবাবগঞ্জের বেকার যুবকের আয় পেঁপে বিক্রি করে মাসে দুই লাখ টাকা

মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ,দিনাজপুরঃ দিনাজপুরের নবাবগঞ্জে পেঁপে চাষে সফল হয়েছেন রুবেল হোসেন নামে এক কৃষক। উপজেলার মাহামুদপুর ইউনিয়নের টুপির হাট বাজারের বেকার সমস্যা দুর করণের লক্ষে আধুনিক কৃষি ফার্ম নামে একটি মিশ্র ফল বাগন করেছেন তিনি । আর এই মিশ্র বাগনে কৃষক সুইট লেডি পেঁপের চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি উপজেলা কৃষি অধিদপ্তরের সহায়তায় ঢাকার ধামরাই উপজেলা থেকে সুইট লেডি জাতের পেঁপের চারা এনে নিজ ফার্মে রোপণ করেন, বাগানে প্রায় সব গাছে ধরেছে পেঁপে। প্রত্যেকটি পেঁপের ওজন গড়ে ৫-১০ কেজি। পেঁপে রোপণের প্রায় ৪৫ দিন পর গোড়া থেকে ফল ধরতে শুরু করে। সেই পেঁপে বিক্রি করে বর্তমানে মাসে আয় করছেন ২-৩ লাখ টাক্ া। সেখানে কাজ করে জীবিকা নির্বাহ করছে কয়েকটি পরিবার।

কৃষক রুবেল হোসেন বলেন, আমি বেকার ছিলাম , বেককার সমস্যা দুর করার লক্ষে আধুনিক কৃষি ফার্ম নামে এ মিশ্র ফল বাগনটা করেছি ,মাসে বর্তবানে মাসে সব মিলে ২-৩ লাখ টাকা থাকে ।
উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রুবেল হোসেনের এই পেপে বাগান দেখে এখন এলাকার অনেকেই উৎসাহী হচ্ছেন। পাশাপাশি বাগানটি নিয়মিত পরিদর্শনসহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।
উপজেলায় দিন দিন বাড়ছে মিশ্রফলের বাগান। এই বাগান একদিকে যেমন বেকার সমস্যার সমাধান হচ্ছে। অন্য দিকে ফল আমদানীর উপর অনেকটা চাপ কমছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest