ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২
মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ,দিনাজপুর ঃ দিনাজপুরে নবাবগঞ্জে থানা পুলিশের সহযোগিতায় হারানো বাবাকে ৩ মাস পর ফিরে পেলেন এক যুবক। গত রবিবার (৯ অক্টোবর) উপজেলার ভোটার পাড়া এলাকায় একজন ৬০ বছরের বয়সী বৃদ্ধ ব্যক্তিকে অসুস্থ অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে। উদ্ধার কৃত ব্যক্তি তার নাম ঠিকানা বলতে না পারায়, ভোটার পাড়া এলাকার মোঃ বুলু মিয়া থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ষাটোর্ধ্ব ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বুধবারে(১২ অক্টোবর) পুলিশ আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার ছেলে মোঃ শাহিনের জিম্মায় তাকে প্রদান করা হয়।
থানায় এনে চিকিৎসা সহ ওই বৃদ্ধের পরিচয় বের করেন পুলিশ , উদ্ধারকৃত ব্যাক্তি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার নাওশালা গ্রামের মৃত কসশেম আলীর ছেলে মোঃ আব্দুর রশিদ (৬৫)। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
পুলিশ জানায়, পরিচয় পাওয়ার পরে পুলিশ আব্দুর রশিদের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে। আব্দুর রশিদ জুলাই মাসের ১৫ তারিখ তার ছোট ছেলে মোঃ শাহিন(২৫) এর বর্তমান ঠিকানা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের আদর্শ তলাপাড়া থেকে নিখোঁজ হন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST