ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
হারুন অর রশিদ,জলঢাকা নীলফামারীঃ
নীলফামারীর জলঢাকায় স্বামীর হাতে মোসলেমা বেগম (৩০) নামে এক গৃহবধূর মুত্যু হয়েছে। এ ঘটনায় মুল হোতা ওই গৃহবধূর স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার কাঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই মাঝাপাড়া ৫ নং ওয়াট এর নছির উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, দেশীবাই মাঝাপাড়া এলাকার ফরহাদ হোসেনের সাথে ৩ সন্তানের জননী মোসলেমা বেগমের প্রায় ঝগড়া লাগতো।শনিবার (১৫ অক্টোবর) সকাল ৬ টার দিকে তাদের ঝগড়া লাগলে মোসলেমা বেগম পাষবিক নির্যাতনের শিকার হয় এবং মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।এ বিষয়ে জলঢাকা থানা ওসি (তদন্ত) আঃ রহিম বলেন, মিডিয়াসেলের অনুমতি ছারা বক্তব্য দেওয়া যাবে না তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST