অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আনন্দ র‍্যল

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আনন্দ র‍্যল

গোলাম মাহমুদ শাওন,(বোরহানউদ্দিন) ভোলা প্রতিনিধিঃ অপ্রতিরোধ্য অগ্রগতিতে বাংলাদেশ” বিষয়ক শ্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় আজ শনিবার সকালে বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য রেলি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে সারা দেশ ব্যাপী এ কার্যক্রম এর আয়োজন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস ও জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার প্রথম দিন আজ শনিবার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আ’ লীও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা বিভিন্ন রঙ্গ ব্যানার,প্লাক্যাড নিয়ে আনন্দ মিছিলটি বের হয়।
শুক্রবার রাতে শিল্পকলার পরিবেশনায় বিমোহিত হয় উপজেলা বাসী। আজ সকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তযোদ্বাদের অংশ গ্রহণে আনন্দ, উল্লাস আর নানা রঙ্গের পোস্টার ও ব্যানার সম্মিলিত একটি আনন্দ রেলি উপজেলা চত্বর থেকে চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর ওসি এনামুল হক এর নেতৃত্বে বের হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে নির্বাহী কর্মকর্তা বশির গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’ লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার।আরও বক্তব্য রাখেন বোরহানউদ্দিন ,অফিসার ইনচার্জ মু. এনামুল হক, কৃষি অফিসার ওমর ফারুক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস।
এরপর শিশু কিশোরদের অংশগ্রহণে ” বঙ্গবন্ধুর ও বাংলাদেশ” চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তুলেন উপজেলাবাসীকে।উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন এর পরিবেশনায় মধু হৈ হৈ,জাতির পিতাকে নিয়ে তুষার চন্দ্র, প্রভাতি দে,সুবর্ণা সমদ্দার,সাহিন,মাহগির আশহাব হাবিব,অহনা এর গান মাতিয়ে তুলেন দর্শকদের।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest