খানসামায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

খানসামায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার দ্বিতীয় দিনে হাজারো মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারী শনিবার সকালে বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর স্থির চিত্র প্রদর্শনী ও ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, অফিসার ইনচার্জ আঃ মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহম্মেদ শাহ, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা পারভীন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও সুধীসমাজ। এছাড়াও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাকায় আয়োজিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এর মূল কনসার্ট সম্প্রচার ও বর্ণিল আতশবাজি প্রদর্শনের আয়োজন করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest