ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি।।কুড়িগ্রামের রৌমারীতে আদালত অবমাননা করায় ওয়ারেন্টভুক্ত দুই সহোদর শিক্ষকসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান চিশতি ও তার ছোট ভাই একই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল ইসলাম এবং ভাতিজা রফিকুল ইসলাম (৩৪)।
জানা গেছে, ২০২০ খ্রিষ্টাব্দে ১ জুলাই জমিজমা নিয়ে মারামারির অভিযোগে ফয়েজ উদ্দিন বাদি হয়ে ২২ জনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি মামলা করেছিলেন। ওই মামলায় জামিন পেলেও পরবর্তীতে আদালত অবমাননা করায় কুড়িগ্রাম সিনিয়র চিফ জডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
জানতে চাইলে রৌমারী থানার ওসি রুপ কুমার বলেন, ওয়ারেন্টভুক্ত ৩জন আসামিকে গ্রেফতার করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST