নলছিটিতে বিদ্যালয়ের জমি দখলের অবিযোগ

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২২

নলছিটিতে বিদ্যালয়ের জমি দখলের অবিযোগ

 

নলছিটি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষককে ম্যানেজ করে খাস জমি দখল ও বিদ্যালয়ের ব্যবহৃত বাথরুম ভাঙ্গার অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বীরনারায়ন গ্রামে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বাদী হয়ে জেলা প্রশাসক ও ভুমি মন্ত্রনালয়ের সচিব বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার বীরনারায়ন গ্রামে অবস্থিত ১৪৪নং জে এল এসএ ২৯৭ নং খতিয়ানভুক্ত সাবেক ৫৪৬ এবং সাবেক ৫৪৯ নং দাগ সিকিস্থি এবং ৫৪৭ নং দাগ এর বি.কে.এস.সি মাধ্যমিক বিদ্যালয়ের জমি প্রতারণার মাধ্যমে দপদপিয়া ইউনিয়নের কয়া এলাকার বাসিন্দা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মৃত এনায়েত হোসেন রাড়ীর ছেলে মোঃ বজলুর রহমান রাড়ী দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এছাড়াও বি.কে.এস.সি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবহৃত বাথরুমও ভেঙ্গে ফেলেছেন এবং কিছু জমি বালু দিয়ে ভরাট করে পাকাঘর নির্মানের পায়ঁতারা চালাচ্ছেন। এ ব্যাপারে বি.কে.এস.সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান রাড়ী বলেন, উক্ত জমি আমার ক্রয় করা তার সমস্ত দলিলপত্র রয়েছে একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest