নলছিটিতে ইউএনও’র বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

নলছিটিতে ইউএনও’র বিদায় সংবর্ধনা

নলছিটিতে ইউএনও’ র বিদায় সংবর্ধনা

নলছিটি প্রতিনিধিঃ

নলছিটির উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র বদলি জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করেছে মাধ্যমিক শিক্ষা পরিবার।
৩০ নভেম্বর বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করে উপজেলা শিক্ষা পরিবার। একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন’র সভাপতিত্বে আবেগঘন পরিবেশে বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী অফিসার রুম্পা সিকদার, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোহম্মদ জলিলুর রহমান আকন্দ, নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসার রানা, খাগড়াখানা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহম্মদ জাকির হোসেন, অধ্যক্ষ সাইফুল্লাহ নোমানী,পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ ফারুক হোসেন, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস প্রমুখ।
বিদায়ী বক্তব্য রাখতে গিয়ে তিনি নলছিটির মানুষের সাথে তার একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিলো। যে কোন প্রয়োজনে তাকে ফোন করলে বা অফিসে গেলে সহযোগিতা করবেন। শিক্ষকতার মতো মহান পেশার মানুষরা ইচ্ছে করলে ভালো মানুষ গড়ে তুলতে পারেন তাই সকলকে সেদিকে খেয়াল রাখার জন্য শিক্ষকদের অনুরোধ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest