প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে কাজ করছেন -এমপি জুঁই

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে কাজ করছেন -এমপি জুঁই

রাকিবুল ইসলাম-দিনাজপুর:

এস.পি ফ্যাশন হাউজের সাফল্যের বর্ষপুর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) বিকেলে শহরের অভিযাত একটি রেস্টুরেন্টে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড. জাকিয়া তাবাস্সুম জুঁই ।
এস.পি ফ্যাশন হাউজের পরিচালক হাফিজা পারভীন শিমুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম,বিসিক দিনাজপুরের উপ-ব্যাবস্থাপক আমজাদ হোসেন,বীরমুক্তিযোদ্ধা হানিফ আকন্দ প্রমুখ ।
এসময় প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাড. জাকিয়া তাবাস্সুম জুঁই বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছেন ।এতে করে নারীরা এগিয়ে গিয়ে নিজ,পরিবার তথা দেশের কল্যানে অংশ নিচ্ছেন ।
এসময় অনুষ্ঠানের সভাপতি হাফিজা পারভীন শিমু বলেন নারীদের সফল ও স্বাবলম্বী হতে অতিক্রম করতে হয় নানা বাধা বিপত্তি ।এ পথচলা সুগম ও সফল করতে তাদের হতে হবে ধৈর্যশীল,পরিশ্রমী ও আগ্রহী ।সফল নারীরা আগামী দিনের জন্য আগাম প্রস্তুুতিতে বিশ্বাস করে ।সেই পরিকল্পনা অনুযায়ী অনুসরন করে সে নিজেকে গড়ে তুলতে পারবে বলে দাবী জানান শিমু।
এ সময়ে উন্মুক্ত আলোচনায় নিজেদের গল্প তুলে ধরেন আগতরা ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest