ফুটবল খেলা সম্প্রচার শেষ বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২

বেরোবি প্রতিনিধি: ক্রীড়া জগতের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর কাতার বিশ্বকাপের উত্তেজনার পারদ ছড়িয়ে পড়েছে চারিদিকে।বেরোবি শাখা ছাত্রলীগ সার্বিক সহযোগিতায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে ১৬×১০ ফিট এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফুটবলের সবগুলো ম্যাচ দেখানো হচ্ছে।

ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে প্রতিদিন প্রায় ২ হাজার দর্শক খেলা দেখতে আসেন । তারা নিজ উদ্যোগে বসার জন পেপার, বিভিন্ন কাগজ নিয়ে আসেন। গতকাল আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস এর মধ্যকার খেলা প্রদর্শনী শেষে যখন সবাই বিজয়োল্লাস করতে ব্যস্ত তখন ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে দর্শকদের নিজেদের বসার জন্য কাগজ,উচ্ছিষ্ট ময়লা দ্বারা নোংরা পরিবেশ সৃষ্টি হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম নিজেই এ ময়লা অপসারণ শুরু করেন যা সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রশংসিত হচ্ছে।

বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম বলেন, “বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কখনো কোন কাজকেই ছোট মনে করেন না। এ ক্যাম্পাস আমাদের। তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরু দায়িত্বও আমাদের। ”
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest