ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
জুলহাস উদ্দীন উপজেলা প্রতিনিধি:
তেঁতুলিয়ায় ১৫ বোতল ফেনসিডিলসহ ফরিদ হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
আটক ফরিদ হোসেন উপজেলার সদর ইউপির কানকাটা গ্রামের আব্দুর রহিমের ছেলে। গতকাল শুক্রবার রাতে তাকে বিড়ালিজোত এলাকা থেকে ফেনসিডিলসহ আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তপন কুমার রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিড়ালী জোত এলাকায় অভিযান চালানো হলে ফরিদ পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকিয়ে তল্লাসী করলে ১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তাকে ফেনসিডিলসহ আটক করা হয়।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, গোপন সংবাদের মাধ্যমে ফরিদকে সদর ইউনিয়নের বিড়ালীজোত এলাকা থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আজ শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রাখতে এ ধরণের অভিযান নিয়মিত থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST