যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে মহান বিজয় দিবস উদযাপন

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের সঙে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে সম্মিলিত কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনসহ দিনব্যাপী শহীদের স্মরণে রয়েছে নানা কর্মসূচি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest